আবহাওয়ার পরিবর্তন ডেস্ক, আজনিউজ২৪: কয়েক দিনের শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র শীতের কারণে উত্তরের জেলাগুলোতে দিনমজুররা ঘর থেকে বের হতে না পারায় কাজে যোগ দিতে পারছেন না। ফলে পরিববার-পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া অনেক মানুষ। তবে এরই মধ্যে শৈত্যপ্রবাহ নিয়ে ভালো খবর দিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার (২১ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর-পশ্চিমে চলামন শৈত্যপ্রবাহ আজও অব্যাহত থাকবে। তবে মঙ্গলবার (২২ ডিসেম্বর) থেকে তা কমতে শুরু করবে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, শৈত্যপ্রবাহ কিছুটা কমে এসেছে। আগামীকাল থেকে আরও কমতে শুরু করবে। তবে ডিসেম্বরের শেষের দিকে আবার মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ আসতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, গোপালগঞ্জ, সীতাকুণ্ড, কুমিল্লা, শ্রীমঙ্গল, বদলগাছী, তেঁতুলিয়া, রাজারহাট ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কোনো কোনো স্থান থেকে দূরীভূত হতে পারে।
অন্যদিকে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য জায়গায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকার পশ্চিমবঙ্গে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এদিন দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়া সাড়ে ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ সীতাকুণ্ডে সাড়ে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
সূ্ত্র: সময় টিভি