আজ বেলা সাড়ে তিনটায় শুল্ক স্টেশন এলাকায় দেখা গেছে, নড়াইল জেলার ‘আরিফ সি ফুড’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ৯ হাজার ৫০ কেজি ইলিশ রপ্তানি করা হচ্ছে। পাশাপাশি ‘জারা এন্টারপ্রাইজ’ নামের আরেকটি প্রতিষ্ঠানের মাধ্যমে আজ ছয় হাজার কেজি ইলিশ রপ্তানি করা হয়েছে। সব মিলিয়ে আজ রপ্তানি করা হয়েছে ১৫ হাজার ৫০ কেজি ইলিশ।
জারা এন্টারপ্রাইজের মালিক মশিক মোল্লা ও আরিফ সি ফুডের মালিক আরিফ হোসেন বলেন, ভারতে ইলিশ রপ্তানির সুযোগে পেয়ে সেই দেশের ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী চলতি মাসে তাঁরা ত্রিপুরার কৈলাশহরে প্রচুর পরিমাণে ইলিশ রপ্তানি করেছেন।
চাতলাপুর শুল্ক স্টেশনের কর্মকর্তা রেজাউল কবির প্রথম আলোকে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আজ ভারতে ইলিশ রপ্তানির শেষ দিন। আজ ত্রিপুরার কৈলাশহরে এক দিনে সর্বোচ্চ ১৫ হাজার ৫০ কেজি ইলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, চলতি মাসে এ স্থলপথ দিয়ে কৈলাশহরে মোট ৩৮ হাজার ৭৪৫ কেজি ইলিশ রপ্তানি হয়েছে। এতে সরকারের প্রচুর পরিমাণে রাজস্ব আয় হয়েছে।