স্পোর্টস ডেস্ক : শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশের বিপক্ষে নেমে শুরুটা ভালো করছে শ্রীলঙ্কা। দুই ওপেনার দানুশকা গুনাথিলাকা এবং কুশল পেরেরা মিলে ওপেনিং জুটিতে তোলেন ৮২ রান। তবে ১২তম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসে এই জুটি ভেঙেছেন পেসার তাসকিন আহমেদ। ৭৯ রানে সাকিব আল হাসানের বলে মিডঅনে ক্যাচ তুলেছিলেন কুশল পেরেরা। ধরতে পারেননি আফিফ হোসেন ধ্রুব। ৯৯ রানে আরেকবার জীবন পেয়ে লঙ্কান অধিনায়ক তুলে নিয়েছেন সেঞ্চুরি।
৯৯ বলে পৌঁছান তিন অঙ্কে। এটি বাঁহাতি ওপেনারের ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি। সেঞ্চুরিতে পৌঁছাতে মেরেছেন দশটি চার ও একটি ছক্কা। কুশলের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথ পেয়েছে শ্রীলঙ্কা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৩২ ওভারে সফরকারীদের সংগ্রহ ১৭৭ রান।
লঙ্কানরা হারিয়েছে তিন উইকেট। যার তিনটিই নিয়েছেন তাসকিন আহমেদ। চতুর্থ শিকারের দেখাও টাইগার পেসার আরেকটু হলে পেয়ে যেতেন। ১ রানে ধনঞ্জয়া ডি সিলভা এলবিডব্লিউ হন। ফিল্ড আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে বাঁচেন তিনি। বলের হাইট বেশি হওয়ায় বেঁচে যান ডানহাতি লঙ্কান।
মোস্তাফিজুর রহমানের বলে ৯৯ রানে কুশল সহজ ক্যাচ দিয়েছিলেন মিডঅফে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে। সেটি তালুতে জমাতে পারেননি অভিজ্ঞ এ ক্রিকেটার।