রাজধানী ডেস্ক: ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে (বিটাক) শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার এ প্রতিযোগিতাঅনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টায় বিটাকের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিটাকের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানেরা এতে অংশ গ্রহণকরে। প্রথম থেকে পঞ্চম শ্রেণি (ক দল) এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে (খ দল) বিভক্ত দুটি দলে প্রতিযোগীরা অংশ গ্রহণ করে। ‘ক’ দলের জন্য চিত্রাঙ্কনের বিষয় ছিল শেখ রাসেল এর জন্মদিন এবং‘খ’ দলের জন্য ছিল শেখ রাসেল-এর প্রতিকৃতি।
প্রতিযোগিতা শেষে দুপুর সাড়ে ১২টায় বিটাকের মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় প্রতিযোগীদের উদ্দেশ্যে তিনি বলেন,“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেল ১৯৬৪ সালের আজকের এই দিনে (১৮ অক্টোবর) জন্ম গ্রহণ করেন। তোমরা যেমন তোমাদের বাবা-মার আদরের সন্তান তেমনি শেখ রাসেলও তার বাবা-মার আদরের সন্তান ছিল। তার জন্মদিনটি আমরা ভালোবাসার সাথে স্মরণ করছি। তাই তার সম্পর্কে জানতে তোমাদের নিয়ে আমরাএই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি।”
তিনি আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে। তাই দেশের ইতিহাস জানতে শিশুদের উৎসাহ দিতে হবে। একই সাথে তাদের জানবার সুযোগও তৈরি করে দিতে হবে।
শেখ রাসেল দিবসে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছে বিটাক
আজনিউজ২৪ :
0 Views