শূন্যে যাবো মিশে
………………………কাজী তৈমুর
শূন্যে বসবাস শূন্য নিয়ে থাকি।
তবুও মানুষ বলে আমি শূন্য’
শূন্য বলে করে হা হুতাশ !
মানুষ হয়ে মানুষকে নিয়ে করে যত বাহাস!
যত বিজ্ঞ, যত অনভিজ্ঞ, যত সম্পদশালী,
যত দরিদ্র যা আমি থাকি না কেন !
আমি মরে যাবার পরে পৃথিবীতে আমার অস্তিত্ব শূন্য। তাই আমার মাঝে আমি যে রয়েছি তাকে নিয়েই ভাবি।
আমি তো ছিলাম না পৃথিবীতে,
আবার যে আমি হারিয়ে যাব ,
কোন এক অজানা শূন্যের মাঝে ।
শূন্যের মাঝে শূন্য দিয়ে যাবেনা সব পূরণ করা।
মানুষের যত স্বপ্ন আশা হয় না পূরন পরিশেষে।
শূন্যের মাঝে সৃষ্টি মোরা শূন্যে যাবো মিশে।
নিজে জেতার জন্য মানুষ হয়ে মানুষকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে কি লাভ আমাদের ?
তা নিয়ে ভাবো একবার।
শূন্য থেকে শুরু মোদের হারিয়ে যাব মহাশূন্যে।
শূন্যে ভাসা পৃথিবীতে আমরা এসেছি দিন গুণতে। দিনের হিসাব তো আমাদের কাছে নেই।
সেই হিসাব মহালোকের,মহাসৃষ্টির,
মহাকল্যানকরের কাছে।
আমি তুমি শুধু মিছেমিছি হাটি
আমাদের মন ভাসে শুন্যলোকে।
হঠাৎ হারিয়ে যাব সবকিছু করে শূন্য!
নিয়ে যাব শুধু পরীক্ষার ফলাফল পাপ অথবা পুণ্য।