বিনোদন ডেস্ক, এইউজেডনিউজ২৪: শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত মোশন পিকচার্স একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার)-এর পুরস্কার ঘোষণা। আর এবার প্রতিটি বিভাগেই আছে বেশকিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র। সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগেও ছিলো দাপুটে সব সিনেমার নাম। তবে শেষ পর্যন্ত পুরস্কার ছিনিয়ে নিলো কোরিয়ান ছবি ‘প্যারাসাইট’।
এ বিভাগে বং জন হু’র আলোচিত প্যারাসাইট ছবিটিকে প্রতিযোগিতা করতে হয়েছে কোয়ান্টিন টারান্টিনোর বহুল আলোচিত ছবি ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ ছবিটিকে।
২০০৩ সালে ‘টক টু হার’-এর চলচ্চিত্রের পর এবারই প্রথম বিদেশি কোনো চলচ্চিত্রকে ‘মৌলিক চিত্রনাট্য’ বিভাগে পুরস্কারটি অর্জন করলো ‘প্যারাসাইট’। পুরস্কারটি হাতে নিয়ে নির্মাতা বললেন, ‘এই প্রাপ্তি আমার জন্য সম্মানের। ধন্যবাদ অস্কার’।
শুধু মৌলিক চিত্রনাট্য বিভাগেই নয়, ‘প্যারাসাইট’ সেরা ছবি ও সেরা নির্মাতা বিভাগসহ মোট ছয়টি বিভাগে মনোনীত হয়েছে। এখন দেখা যাক, আর কতো রেকর্ড স্পর্শ করেন কোরিয়ান এই ছবিটি!