ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডে’খেলছেন ডেভিড ওয়ার্নার। লন্ডন স্পিরিটের হয়ে সোমবার ম্যানচেস্টার অরজিনালসের বিপক্ষে করেন ৭১ রান। তাতেই পেছনে ফেলেন বিরাট কোহলিকে। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের তালিকায় সেরা পাঁচেও ঢুকে পড়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার।
এ বছরের শুরুর দিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ওয়ার্নার। তবে খেলে বেড়াচ্ছেন বিশ্বজুড়ে। দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের হয়ে দারুণ ফর্মে আছেন ওয়ার্নার। টানা দুটি অর্ধশতকসহ ৩ ম্যাচে করেছেন ১৫০ রান। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক।
সব ধরণের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় চতুর্থ স্থানে পাকিস্তানের শোয়ের মালিক। ৫৫৭ ম্যাচে তার রান ১৩৫৭১। আর ১৬ রান করলেই শোয়েব মালিককেও ছাড়িয়ে যাবেন ওয়ার্নার। বর্তমানে সাবেক অস্ট্রেলিয়ান তারকার ব্যাটে এসেছে ১৩৫৪৫ রান।
রান তোলার এই তালিকায় শীর্ষে ক্রিস গেইল (৪৬৩ ম্যাচে ১৪,৫৬২ রান)। এরপর কাইরন পোলার্ড (৭০৭ ম্যাচে ১৩৮৫৪ রান) ও অ্যালেক্স হেলস (৫০৩ ম্যাচে ১৩৮১৪ রান)। কুড়ি কুড়ির ক্রিকেটে ৪১৪ ম্যাচে কোহলির রান ১৩,৫৪৩।
এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ডে ওয়ার্নার রেকর্ড করলেও ১৬৪ রানের লক্ষ্য তাড়া করে জয় পায়নি তার দল লন্ডন স্পিরিট।