রাজধানী ডেস্ক: ডাচ্-বাংলা ব্যাংককে ২০২০-২০২১ অর্থ বছরের অন্যতম শীর্ষ করদাতা হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করেছে জাতীয় রাজস্ববোর্ড (এনবিআর)। ব্যাংকিং ক্যাটাগরির কনভেনশনাল ব্যাংকগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করায় ডাচ-বাংলা ব্যাংক এই সম্মাননা অর্জন করে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৪ই সেপ্টেম্বর ,২০২১ তারিখে এক অনুষ্ঠানে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিইও আবুল কাশেম মো: শিরিন এর হাতে সম্মাননা সনদটি তুলে দেন।এনবিআর এর বৃহৎ করদাতা ইউনিট (LTU ) এই অনুষ্ঠানের আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু হেনা মোঃ রাহমাতুল মুনিম, সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড, আলমগীর হোসেন, সদস্য (করনীতি) (গ্রেড-১) এবং মোহাম্মদ গোলাম নবী, সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা ) (গ্রেড -১), জাতীয় রাজস্ব বোর্ড। উক্ত অনুষ্ঠানেসভাপতিত্ব করেন মোঃইকবাল হোসেন, কর কমিশনার, বৃহৎ করদাতা ইউনিট।
শীর্ষ করদাতা হিসেবে ডাচ্-বাংলা ব্যাংককে সম্মাননা প্রদান করেছে এনবিআর
অর্থনীতি
0 Views