স্পোর্টস ডেস্ক, আজনিউজ২৪: শিরোপা ধরে রাখার মিশনে আসন্ন ইউরোতে খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। টুর্নামেন্টটিকে সামনে রেখে বৃহস্পতিবার ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন দলটি।
আক্রমণভাগে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে আছেন ম্যানচেস্টার সিটির বার্নার্দো সিলভা, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেস, অ্যাটলেটিকো মাদ্রিদের হোয়াও ফেলিক্স, লিভারপুলের ডিয়োগো জোতা, আইনট্রাখট ফ্রাংকফুটের আন্দ্রে সিলভারা।
রক্ষণভাগ সামলাবেন ম্যান সিটির হয়ে প্রথম মৌসুমেই আলো ছড়ানো রুবেন দিয়াস, তার ক্লাব সতীর্থ হোয়াও ক্যানসেলো এবং রাফায়েল গুরেইরো।
আসন্ন ইউরোতে ‘এফ’ গ্রুপে রয়েছে পর্তুগাল। গ্রুপে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, জার্মানি ও হাঙ্গেরি।
পর্তুগাল স্কোয়াড:
ক্রিশ্চিয়ানো রোনালদো, অ্যান্থনি লোপেজ, রুই প্যাট্রিসিও, রুই সিলভা, হোয়াও ক্যানসেলো, নেলসন সেমেদু, হোসে ফন্তে, পেপে, রুবেন দিয়াস, নুনো মেন্ডেস, রাফায়েল গুরেইরো, দানিলো প্যারেইরা, হোয়াও পালিনহা, রুবেন নেভেস, ব্রুনো ফার্নান্দেস, হোয়াও মৌতিনহো, রেনাতো সানচেজ, সার্জিও অলিভেইরা, উইলিয়াম কারভালহো, পেদ্রো গনজালভেস, আন্দ্রে সিলভা, বার্নার্দো সিলভা, ডিয়োগো জোতা, গনসালো গুইদেস, হোয়াও ফেলিক্স এবং রাফা সিলভা।