বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: শিগগিরই প্রযুক্তিপণ্য রপ্তানি রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি সম্মেলনের মিনিস্ট্রিয়াল কনফারেন্সে তিনি একথা বলেন। সজীব ওয়াজেদ জয় আরও বলেন, প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে পারস্পারিক সম্পর্ক ও সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করতে হবে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রকে।
ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির ২৫তম আসরের মিনিস্ট্রিয়াল কনফারেন্স সম্মেলনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
দেশের তথ্যপ্রযুক্তি খাতে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘শুধু তৈরি পোষাক খাতই নয়, ভবিষ্যতে প্রযুক্তিপণ্য উৎপাদকের দেশ হিসেবে পরিচিত হবে বাংলাদেশ। আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে প্রযুক্তিপণ্যে ভিয়েতনাম বা চীন নয়, প্রধান হয়ে উঠবে বাংলাদেশ।’
এ সময় বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে প্রযুক্তি খাত নিয়ে যৌথ উদ্যোগে কাজ করার ওপর জোর দেন সজীব ওয়াজেদ জয়। প্রযুক্তি খাতে সহযোগিতাপূর্ণ এবং অংশীদারিত্বের ভিত্তিতে নেয়া যৌথ কার্যক্রম প্রতিটি রাষ্ট্রকেই এগিয়ে দেবে।
প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তির সবচেয়ে বড় এই আয়োজন করে বাংলাদেশ।