যুক্তরাষ্ট্রের ফেডারেল শিক্ষা মন্ত্রণালয় বন্ধ করে দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার এ বিষয়ে নির্বাহী আদেশে স্বাক্ষর করার কথা ট্রাম্পের।
বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ট্রাম্পের নজিরবিহীন এই নির্দেশ কার্যকর হলে দেশজুড়ে অঙ্গরাজ্য ও স্থানীয় সরকার এবং ছাত্র ও পরিবারগুলোর জন্য ব্যাপক চাপ সৃষ্টি করতে পারে। শিক্ষা মন্ত্রণালয় দেশটির শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা, অনুদান কর্মসূচি, শিক্ষার গুণমানের সমতা নিশ্চিত করে।
ট্রাম্পের এই নির্বাহী আদেশের ফলে এসব কার্যক্রমের আর কোনো অস্তিত্ব থাকবে না। অ্যাক্সিওসের কাছে আসা হোয়াইট হাউজের এক মেমো অনুসারে এই নির্বাহী আদেশটি শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহনকে ‘শিক্ষা মন্ত্রণালয় বন্ধ করতে এবং শিক্ষাবিষয়ক কর্তৃত্ব রাজ্যগুলোতে ফিরিয়ে দিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে’ নির্দেশ দেবে। একই সঙ্গে ‘আমেরিকানরা যে পরিষেবা, কর্মসূচি এবং সুবিধার ওপর নির্ভর করে থাকে সেগুলোর নিরবচ্ছিন্ন বিতরণ’ নিশ্চিত করারও নির্দেশ দেবে।