আইন ও আদালত ডেস্ক: ঢাকার দুই সিটি করপোরেশনের গাড়িচাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম ও সাংবাদিক কবির খানের মৃত্যুর ঘটনায় হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।
ওই রিটে তাদের পরিবারকে পাঁচ কোটি করে মোট ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন ব্যারিস্টার ফয়েজ আহমেদ। রিটে ঢাকার দুই সিটি করপোরেশনকে বিবাদী করা হয়েছে।