হাঁটুর ইনজুরির কারণে সদ্য সমাপ্ত এশিয়া কাপ ও তার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারেননি শাহিন শাহ আফ্রিদি। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না তিনি।
আপাতত চোট কাটিয়ে ফেরার লক্ষ্যে লন্ডনে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন ২২ বছর বয়সী এ বাঁহাতি পেসার। আগামী ১৫ অক্টোবর সরাসরি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দেবেন শাহিন। মাঝে নিউজিল্যান্ডের মাটিতে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজেও থাকবেন না তিনি।
মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরোপুরি ফিট পাওয়ার জন্যই শাহিনকে এসব সিরিজ থেকে সরিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে দেশটির সাবেক পেসার আকিব জাভেদ মনে করেন, শাহিনের আসলে বিশ্বকাপেও খেলা ঠিক হবে না।
সম্প্রতি এক অনুষ্ঠানে আকিব বলেছেন, ‘শাহিন আফ্রিদির মতো ফাস্ট বোলার প্রতিদিন জন্মায় না। শাহিনের জন্য আমার পরামর্শ থাকবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার জন্য। কারণ এই বিশ্বকাপের চেয়েও শাহিন অনেক বেশি গুরুত্বপূর্ণ।’