শাহরুখ খান, আমির খান বা সালমান খান নন, ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক তারকা হলেন এক দক্ষিণি অভিনেতা। চলতি বছর ফোর্বস সাময়িকীর এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালমসহ ভারতের বড় সব চলচ্চিত্র ইন্ডাস্ট্রির তারকাদের পারিশ্রমিক এই প্রতিবেদনে বিবেচনায় নেওয়া হয়েছে।
১০. অক্ষয় কুমার
অনেক দিন পর চলতি বছর ‘কেশরী ২’ ও ‘হাউসফুল ৫’ দিয়ে আবারও সাফল্যের মুখ দেখেছেন অক্ষয় কুমার। এই অভিনেতা সিনেমাপ্রতি ৬০ কোটি রুপি থেকে ১৪৫ কোটি রুপির মধ্যে পারিশ্রমিক নেন। তাঁর সম্পদের পরিমাণ ২ হাজার ৫০০ কোটি রুপি।
৯. কমল হাসান
চলতি বছরও কমল হাসান অভিনীত সিনেমা ‘ইন্ডিয়ান ২’ মুক্তি পেয়েছে। তবে সিনেমাটি বক্স অফিসে সেভাবে সাফল্য পায়নি। সমালোচকেরাও সিনেমাটি তেমন পছন্দ করেননি। কমল হাসান ছবিপ্রতি ১০০ কোটি থেকে ১৫০ কোটি রুপি নেন।
৮. সালমান খান
বলিউডের ‘ভাইজান’ সালমান খানের সম্পদের পরিমাণ ২ হাজার ৯০০ কোটি রুপি। ‘দ্য ব্যাটল অব গালওয়ান’ ছবির জন্য তিনি ১০০ থেকে ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকেও তাঁর বড় আয় হয়।
৭. অজিত কুমার
তামিল ছবির জনপ্রিয় অভিনেতা অজিত কুমার প্রতি ছবির জন্য ১০৫ কোটি থেকে ১৬৫ কোটি রুপি নিয়ে থাকেন।
৬. প্রভাস
‘বাহুবলী’ তারকা প্রভাসের সম্পদের পরিমাণ ২৪১ কোটি রুপি। তাঁর আগামী ছবি ‘দ্য রাজাসাহাব’-এর জন্য পারিশ্রমিক কমিয়ে ১০০ কোটি নিয়েছেন, যদিও সাধারণত তিনি ১০০ থেকে ২০০ কোটি রুপির মধ্যেই নেন।
৫. আমির খান
‘সিতারে জমিন পর’ দিয়ে প্রবলভাবে ফিরে এসেছেন আমির খান। বলিউড পারফেকশনিস্ট আমির খানের সম্পদের পরিমাণ ১ হাজার ৮৬২ কোটি রুপি। তাঁর পারিশ্রমিকের পরিমাণ ১০০ কোটি থেকে ২৭৫ কোটি রুপির মধ্যে। এ ছাড়া অনেক সময়ই ছবির লভ্যাংশও নিয়ে থাকেন তিনি।
৪. রজনীকান্ত
দক্ষিণি তারকা জনীকান্ত ছবিপ্রতি ১২৫ কোটি থেকে ২৭০ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ৪৩০ কোটি রুপি। আগামী ১ আগস্ট রজনী অভিনীত নতুন সিনেমা ‘কুলি’ মুক্তি পাবে।
৩.শাহরুখ খান
‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান ২০২৫ সালে বলিউডের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত। ‘পাঠান’তারকা প্রতি ছবিতে ১৫০ কোটি থেকে ২৫০ কোটি রুপি নিয়ে থাকেন।
সম্পদের পরিমাণ প্রায় ৬ হাজার ৩০০ কোটি রুপি। তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিকানা তাঁকে এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে।
২. থালাপতি বিজয়
অভিনেতা-রাজনীতিবিদ থালাপতি বিজয় বর্তমানে তাঁর শেষ ছবি ‘জননায়গন’-এর জন্য প্রস্তুত হচ্ছেন। জানা গেছে, তিনি প্রতি ছবির জন্য ১৩০ কোটি থেকে ২৭৫ কোটি টাকা রুপি নেন। তাঁর সম্পদের পরিমাণ ৪৭৪ কোটি রুপি।
১. আল্লু অর্জুন
‘পুষ্পা’ সিরিজের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া আল্লু অর্জুন ২০২৫ সালে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। ‘পুষ্পা ২’-এর জন্য তিনি নিয়েছেন রেকর্ড ৩০০ কোটি টাকা রুপি। ‘পুষ্পা’ ও ‘পুষ্পা ২’ সিনেমার ব্যাপক সাফল্যের পর তিনি এখন তৃতীয় কিস্তির অপেক্ষায়।