নতুন করে আলোচনার কেন্দ্রে শাকিব খান ও তার ব্যক্তিগত জীবন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রুজভেলট আইল্যান্ডের শান্ত পার্কে শাকিব খান, তার ছেলে শেহজাদ খান বীর এবং প্রাক্তন স্ত্রী শবনম বুবলী একসঙ্গে দেখা গেছে। তাদের এই মধুর মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই নানা ধরনের মন্তব্য শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন, শাকিব ও বুবলী অতীতের মনোমালিন্য ভুলে আবার কাছাকাছি এসেছেন এবং নতুনভাবে সম্পর্ক গড়ার চেষ্টা করছেন।
এ বিষয়ে কথা বলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তিনি বলেন, শাকিবের দুই স্ত্রী — অপু বিশ্বাস ও শবনম বুবলী — এবং দুই সন্তান রয়েছেন। তিনি সবার প্রতি সমান দায়িত্ব পালনের চেষ্টা করছেন, তবে সবাইকে খুশি করা সম্ভব হচ্ছে না। জয় আরও যোগ করেন, “একজন মানুষও এক স্ত্রীকে খুশি করতে পারেনা, সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব।”
শাকিবের ভক্তরাও মনে করেন, নায়ক সবসময়ই সন্তানদের প্রতি সবচেয়ে বেশি যত্নবান। তিনি বাবার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন এবং ভাঙা সম্পর্কের প্রভাব সন্তানদের ওপর পড়তে না দেওয়ার জন্য প্রাক্তন স্ত্রীরা সঙ্গেও সৌজন্যপূর্ণ সম্পর্ক বজায় রাখেন।
গত রোববার শবনম বুবলী সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব ও বীরের সঙ্গে পার্কে কাটানো সময়ের ছবি শেয়ার করেন, যা এখন দেশের বিনোদন অঙ্গনের আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।