ঢাকাই চলচ্চিত্রে তারকাদের ব্যক্তিগত সম্পর্ক ও প্রেমের গুঞ্জন বহুবার উঠে এসেছে আলোচনার কেন্দ্রে। বিশেষ করে চিত্রনায়ক শাকিব খান থাকলে সেই আলোচনা যেন আরও বেশি উত্তপ্ত হয়। ব্যক্তিজীবনে আলোচিত এই সুপারস্টারকে ঘিরে নানা সময়ে বিয়ে ও সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়েছে। তৃতীয় বিয়ে নিয়ে গত বছর ছিল তুমুল চর্চা। এমনকি তার পরিবারের পক্ষ থেকে পাত্রী খোঁজার খবরও প্রকাশ পেয়েছিল তখন।
সেই আবহেই এবার ফের নতুন করে প্রেমের গুঞ্জন উসকে দিয়েছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত।
বুধবার (২ জুলাই) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শাকিব খানের সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করেন মিষ্টি। ছবির ক্যাপশনে লেখেন ‘সেই ১ম বার’, সঙ্গে যুরেদিয়েছেন হার্ট ইমোজি।
এই ছোট্ট বাক্য আর প্রতীকী ইমোজি ঘিরেই তৈরি হয়েছে রহস্যের জট। অনেকে ধরে নিচ্ছেন, এটি হয়তো নতুন কোনো সম্পর্কের ইঙ্গিত। মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা নানা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন—”নতুন সিনেমার ঘোষণা?”, “ব্যক্তিগত সম্পর্ক?”, নাকি “পুরোনো বন্ধুত্বের স্মৃতি?”