ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: ইরানের বিপ্লবী গার্ডস রাষ্ট্রীয় টেলিভিশনে পরিবেশিত এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, তাদের কুদস বাহিনীর কমান্ডার কাশেম সুলাইমানি শুক্রবার বাগদাদে মার্কিন বাহিনীর হামলায় ‘শহীদ’ হয়েছেন। খবর এএফপি’র। বিবৃতিতে বলা হয়, ‘বিপ্লবী গার্ডস ঘোষণা করছে যে, ইসলামের মহিমান্বিত কমান্ডার কাশেম সুলাইমানি আজ সকালে বাগদাদ বিমানবন্দরে মার্কিন হামলায় শহীদ হয়েছেন।’ টিভি চ্যানেল জানায়, মার্কিন হেলিকপ্টারের সাহায্যে সেখানে এ হামলা চালানো হয়।
টেলিভিশনে সুলাইমানির হাস্যোজ্জল ও প্রার্থনারত বিভিন্ন ছবি ও কালো ফিতা প্রদর্শন করা হয়। এদিকে, দেশটিতে তিনদিনের শোক জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহা আলী খোমেইনি। সেই সাথে কাশেম সোলেইমানির হত্যাকান্ডের বড় ধরনের প্রতিশোধ নেয়ার হুমকিও দিয়েছেন খোমেনি।
‘শহীদ’ হয়েছেন বাগদাদে কমান্ডার কাশেম সুলাইমানি, তিনদিনের শোক : ইরান গার্ডস
আন্তর্জাতিক
0 Views