প্রতিদিনের আমল: শয়তান মানুষকে নানাভাবে প্ররোচনা দিয়ে থাকে। এজন্য সব সময় আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাওয়া উচিত। পবিত্র কোরআনে এমনি একটি দোয়া বর্ণিত হয়েছে। তা হলো-
رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَتِ الشَّيْطِينِ وَ أَعُوذُ بِكَ رَبِّ أَنْ يَحْضُرُونِ
উচ্চারণ : রব্বি আউযুবিকা মিন হামাযাতিশ শায়াতিন, ওয়া আউযুবিকা রব্বি আনইয়াহযুরুন।
অর্থ : হে আমার রব, আমি শয়তানদের প্ররোচনা থেকে আপনার আশ্রয় চাই। হে আমার রব, আমি আপনার কাছে আশ্রয় চাই, যাতে তারা আমার কাছেও আসতে না পারে। (সুরা মুমিনুন, আয়াত : ৯৭-৯৮)শয়তানের প্ররোচনা থেকে মুক্তির দোয়া