ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছে যুগান্তরের মাল্টিমিডিয়া টিম। শনিবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে সংবাদমাধ্যমটির হাতে দুটি ভিন্ন ক্যাটাগরির অ্যাওয়ার্ড তুলে দেন ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) কর্তৃপক্ষ। যুগান্তর মাল্টিমিডিয়া টিমকে সবচেয়ে শক্তিশালী কনটেন্ট পাবলিশার হিসেবে অ্যাওয়ার্ড দেয় ডিএমএফ। এছাড়া সেরা কনটেন্ট ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পান মাল্টিমিডিয়া রিপোর্টার ওয়ালিউল হাসনাত।
অ্যাওয়ার্ড নিয়ে যুগান্তর মাল্টিমিডিয়ার ইনচার্জ অমিত হাসান রবিন জানান, কোনো অ্যাওয়ার্ডের লক্ষ্য নিয়ে কাজ করেনি যুগান্তর। বরং কনটেন্টের ধারাবাহিক মান বজায় রেখে দর্শকদের আস্থা অর্জন করতে পেরেছে মাল্টিমিডিয়া টিম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশের সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া শুধু তথ্য প্রচারের মাধ্যম নয়, বরং এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার।’
ইনভেস্টিগেটিভ জার্নালিজম, টেকনোলজি, রিজিওনাল, সামাজিক প্রভাব, স্পোর্টস, বিনোদন, প্রবাস সাংবাদিকতাসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২৬ জনকে দেওয়া হয়েছে এ অ্যাওয়ার্ড। ডিজিটাল মিডিয়া ফোরাম এটি দ্বিতীয়বারের মতো আয়োজন করে বলে জানায় তারা।

