ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: গত কয়েকদিন যুক্তরাষ্ট্র দাবি করছিল চীনের ল্যাব থেকে করোনা ছড়িয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ল্যাব নয়, বাদুড় থেকে ছড়িয়েছে করোনা। করোনাকে এক নম্বর শয়তান আখ্যা দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস সতর্ক করেন, চূড়ান্ত বিপর্যয় এখনো বাকি। বলেন, লকডাউন দেশের ভেতরে কিছুটা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সহায়ক হচ্ছে ঠিকই তবে এটাই একমাত্র পন্থা হতে পারে না। সব দেশকে অবশ্যই এই ভাইরাস শনাক্তে, পরীক্ষা, আইসোলেশন ও রোগীর পরিচর্যাকে গুরুত্ব দিতে হবে। সব রাষ্ট্রের জন্য কোভিড নাইনটিনের ভ্যাকসিন প্রাপ্তিতে সমান সুযোগ রেখে প্রস্তাব পাশ হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদে।
করোনার ধাক্কায় যুক্তরাষ্ট্রে কর্মহীন ২ কোটি ২০ লাখ মানুষ। পেটের দায়ে লকডাউন তুলে নিতে রাজপথে টানা বিক্ষোভ করছেন, মিজৌরি, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়াসহ অন্তত ১০ রাজ্যের বাসিন্দা।
যুক্তরাষ্ট্রের বাসিন্দারা জানান, প্রেসিডেন্ট যেহেতু বলেছেন ৯৮ ভাগ মানুষই সুস্থ হয়েছেন। তাহলে এখন এই লকডাউনের মানে কী? এটার কোনো প্রয়োজন নেই। মানুষ না খেয়ে মারা যাচ্ছে।
এখন লড়াই চলছে মূলত সমাজতন্ত্র ও পুঁজিবাদের মধ্যে। আমাদের দুর্দশা নিয়ে কেউই ভাবছে না।
যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ভাবনাজুড়ে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন। জানান, যুক্তরাষ্ট্রে অভিবাসী প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়ে নির্বাহী আদেশে সই করতে যাচ্ছেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন। ধরুন, আমি আপনাদের হাতে একটি ট্যাবলেট তুলে দিলাম এবং মহামারী কেটে গেল, তখন তারা বলবে ট্রাম্প অসাধ্য সাধন করেছেন। এটি রাজনীতির ভাষ্য। এই বিক্ষোভের বিষয়ে আমি কিছুই জানি না। কারণ এক মাস ধরে আমি হোয়াইট হাউজে।
যুক্তরাজ্যে পিপিই সংকটে আছেন, চিকিৎসকরা। তাই প্রধানমন্ত্রী বরিস জনসনের বাসভবনের সামনে দেখা মেলে বিক্ষোভ।
সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীতে রমজানেও নামাজসহ সব ইবাদত স্থগিত করা হয়েছে। গত ১৭ মার্চ থেকে দেশটির সব মসজিদে জামাতে নামাজ স্থগিত করা হয়।
লকডাউন শিথিলের পর ইউরোপের বিভিন্ন দেশে স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা। প্রায় ২ মাস পর ইতালিতে খুলেছে বইয়ের দোকানসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান।
ল্যাব নয়, বাদুড় থেকে ছড়িয়েছে করোনা। চূড়ান্ত বিপর্যয় এখনো বাকি : হুঁশিয়ারী বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশেষ বুলেটিন
0 Views