দক্ষিণ লেবাননজুড়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন যোদ্ধা এবং একজন শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) এই হামলা চালিয়েছে দখলদার বাহিনী। খবর রয়টার্সের।
এদিকে লেবাননের নিরাপত্তা সূত্র বলছে, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সীমান্ত জুড়ে ইসরায়েলি ওই হামলার জবাব দিয়েছে। হিজবুল্লাহ’র তরফে জানানো হয়েছে, গোষ্ঠীটি দিনভর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে রকেট এবং কামানের গোলা ছুঁড়েছে।
রয়টার্স জানিয়েছে, এদিন দক্ষিণ লেবাননের শহর মেস আল-জাবাল এবং তাইর হারফাতে হামলা করে ইসরায়েল। এতে হিজবুল্লাহ’র চার যোদ্ধা নিহত হন। নিরাপত্তা সূত্র বলছে, আইতারুনের বাইরে পৃথক হামলায় অপর এক যোদ্ধা নিহত হয়েছেন। তবে ওই যোদ্ধা হিজবুল্লাহ’র সদস্য কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ইসরায়েলের সীমান্ত থেকে প্রায় ১৪ কিলোমিটার (নয় মাইল) উত্তরে আইতা গ্রামে পৃথক ইসরায়েলি হামলায় একজন হিজবুল্লাহ যোদ্ধা এবং এক শিশু নিহত হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে নিরাপত্তা সূত্র। আইতায় নিহত হিজবুল্লাহ যোদ্ধার নাম মোহাম্মদ নাজেম।
অন্যদিকে এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা আইতাতে নাজেমকে লক্ষ্যবস্তু করেছে, কারণ সে হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্র ইউনিটের সদস্য ছিল। পাশাপাশি দক্ষিণ অঞ্চলজুড়ে অপর দুই জায়গায় হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, “লেবাননের ভূখণ্ড থেকে ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র” উত্তর ইসরায়েলে প্রবেশ করেছে, কিন্তু এতে হতাহতের কোনো খবর মেলেনি।