সম্প্রতি দেশের বাইরে শো করতে গিয়ে নানা সমালোচনার শিকার হন জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। সঠিক সময়ে শোতে না পৌঁছানোর জন্য তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। আর এবার তার ‘উদ্ভট’ ফ্যাশন সেন্স নিয়ে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে।
নিজের ইনস্টাগ্রাম ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন নেহা কক্কর, যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। ছবিতে নেহাকে দেখা যায় সাদা ক্রপ টপ পরিহিত, আর তার উপরে নীল অন্তর্বাস। এছাড়া ট্র্যাক প্যান্টের ভেতর থেকে কোমর পর্যন্ত উঁকি দিচ্ছে রং মেলানো জিমের অন্তর্বাস। চোখে রোদচশমা এবং মুখে হাসি, আর হাতে লাবুবু ডল নিয়ে সাউন্ড চেক দিচ্ছেন তিনি। কিন্তু এই পোশাকটি দেখে নেটিজেনরা রীতিমতো কটাক্ষে মেতে উঠেছেন।
পোস্টের ক্যাপশনে নেহা লিখেছেন, “লাবুবু নিয়ে সাউন্ড চেক দিচ্ছি। বেঙ্গালুরুর নিউ হরিজন কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে হতে যাওয়া রাতের শোর জন্য খুবই মুখিয়ে আছি।” তবে এই ক্যাপশন এবং ছবির সঙ্গে পোশাকের মিশ্রণে ফ্যাশন বিভ্রাটের সৃষ্টি হয়েছে।
নেটিজেনদের একাংশ বলছেন, “যদি অন্তর্বাসই দেখাতে হবে, তাহলে আর পোশাক পরার কী দরকার?” কেউ কেউ আবার মন্তব্য করেছেন, “এটা কি লেডি সুপারম্যানের পোশাক?”
এদিকে, নেহার ছবিটি ইতিমধ্যে চার লাখেরও বেশি লাইক পেয়েছে এবং প্রায় পাঁচ হাজার কমেন্ট এসেছে। তবে বিতর্কের কেন্দ্রে থাকা নেহা কক্কর হয়তো আবার নতুন কিছু করতে যাচ্ছেন, কে জানে!