স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: লা লিগার শুরুর আগে প্রীতি ম্যাচে জয়ের দেখা পেলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। জিমন্যাস্টিক তারাগোনাকে ৩-১ গোলে হারিয়েছে কাতালানরা। রোন্যাল্ড কোম্যানের অধীনে এটি তাদের প্রথম জয়। তবে, এদিন ম্যাচে গোলের দেখা পাননি দলের প্রাণভোমরা লিওনেল মেসি।
স্তাদি জোহান ক্রুইফে মূল একাদশ নিয়েই এদিন মাঠে নামে বার্সা। ছিলেন লিওনেল মেসি, আঁতোয়া গ্রিজম্যান, ডেমবেলেরা। মাঠে নেমে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে কাতালানরা। ৬ মিনিটেই দলকে এগিয়ে নেন ওসমানে ডেমবেলে। ১৩ মিনিটে প্রতিপক্ষ ফুটবলার রজার ফাউল করায় পেনাল্টি পায় বার্সা। আর তা থেকেই গোল করে বার্সেলোনার লিড দ্বিগুণ করেন গ্রিজম্যান। ম্যাচের ৩১ মিনিটে একটি গোল পরিশোধ করে জিমন্যাস্টিক। তাদের হয়ে গোল করেন বোনিলা। ৪৫ মিনিটে মেসিকে তুলে নেন কোচ।
পরে তার স্থলাভিষিক্ত হন মার্টিন ব্রাথওয়েট। এরপর বিরতি থেকে ফিরে আরো একটি গোলের দেখা পায় বার্সা। পেনাল্টি থেকে এবার গোল দিয়ে কাতালানদের স্কোর ৩-১ করেন ফিলিপে কৌতিনিও। শেষ পর্যন্ত এই ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রোন্যাল্ড কোম্যান শিষ্যরা।