স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। শুক্রবার বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।
টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের করা ১৪১ রানের জবাবে পাকিস্তান ৩ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে ১৪২ রান করে।
এদিন ওপেনিংয়ে তামিম ইকবাল এবং মোহাম্মাদ নাঈমের জুটিতে ৭১ রান এলেও ধীরগতির ব্যাটিংয়ের কারণে দেড়শতাধিক রান করতে ব্যর্থ হয় টাইগাররা।
১১তম ওভারের শেষ বলে ৭১ রানে প্রথম উইকেটের পতন ঘটে। ৩৪ বলে ৩৯ রান করা তামিম রানআউটের শিকার হন। তার ইনিংসে ছিল ১৬টি ডট বল।
আরেক ওপেনার নাঈম ৪১ বলে ৪৩ রান করেন। ১৮টি ডট বল খেলেন তিনি। ১০০ রান করতে বাংলাদেশ খেলে ১৫ ওভার। শেষ ৫ ওভারে আসে মাত্র ৪১ রান।
লিটন ১৩ বলে ১২, আফিফ ১০ বলে ৯, সৌম্য ৫ বলে ৭ রান করেন। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ১৪ বলে ১৯ এবং মোহাম্মাদ মিথুন ৩ বলে ৫ রানে অপরাজিত থাকেন।
পাকিস্তানের পক্ষে শাদাব খান, হারিস রউফ এবং শাহীন শাহ আফ্রিদি ১টি করে উইকেট লাভ করেন।
জবাব দিতে নেমে অধিনায়ক বাবর আজম রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। তবে আহসান আলী (৩৬), মোহাম্মাদ হাফিজ (১৭), শোয়েব মালিক (৫৮*) এবং ইফতেখার আহমেদ (১৬) দলের জয় নিশ্চিত করেন। সূত্র : ইউএনবি