ভাঙা আঙুল নিয়েই সিরাজকে বোল্ড করে ইংল্যান্ডকে লর্ডস টেস্ট জেতান ইংল্যান্ডের শোয়েব বশির। তবে চোটের কারণে সিরিজের বাকি দুই টেস্ট থেকে ছিটকে গেছেন এই তরুণ স্পিনার। ভারত–ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন স্পিনার শোয়েব বশির। গতকাল লর্ডস টেস্টে ভারতের শেষ ব্যাটসম্যান মোহাম্মদ সিরাজকে বোল্ড করে ইংল্যান্ডকে জেতানো এই স্পিনারের বাঁ হাতের কনিষ্ঠ আঙুল ভেঙে গেছে। এ সপ্তাহের শেষে তাঁর অস্ত্রোপচার করানোর কথা।
লর্ডসে বশির চোট পেয়েছিলেন টেস্টের তৃতীয় দিনে। নিজের বলে রবীন্দ্র জাদেজার একটি জোরালো ডাইভ ধরতে গিয়ে আঙুলে চোট পান। আঙুলে ব্যথা নিয়ে দ্বিতীয় ইনিংসে ৯ বল ব্যাটিং করেন বশির। এরপর ইংল্যান্ডের ফিল্ডিংয়ের সময় মাঠের বাইরেই ছিলেন। তবে স্টোকস তাঁকে মাঠে ফেরান ভারতের দ্বিতীয় ইনিংসে ৫৫তম ওভারে, যখন জাদেজা–বুমরার জুটি জমে উঠেছিল। আঙুলে স্প্লিন্ট ও মোটা ব্যান্ডেজ বেঁধে বশির গতকাল বল করেন ৫.৫ ওভার। চোট পাওয়া বাঁ হাত আগলে রেখে মাঠে দৌড়েছেন, বাউন্ডারি বাঁচাতে ডাইভও দিয়েছেন। এরপর কীভাবে তাঁর বলে সিরাজ আউট হয়েছেন, তা মোটামুটি সবারই জানা। বশিরের বল ব্যাটে খেললেও বল গড়িয়ে আঘাত হেনেছে স্টাম্পে। নাটকীয় এ ম্যাচ শেষে আপাতত মাঠের বাইরে থাকতে হবে বশিরকে। ম্যাচ শেষে তা নিশ্চিত করেছেন অধিনায়ক বেন স্টোকস, ‘বশিরের জন্য খবরটা ভালো নয়। আমাদের দলের জন্য, তাঁর নিজের জন্য খুবই হতাশাজনক। বশির অনেক সাহস ও প্রতিশ্রুতি দেখিয়েছে, ব্যথা নিয়েও শেষ ইনিংসে ব্যাট করেছে, বেঞ্চে বসে অপেক্ষা করেছে—যখন প্রয়োজন পড়বে বল করতে যাবে। এটিই প্রমাণ করে, ইংল্যান্ডের জার্সি গায়ে চাপানো তার জন্য কত বড় প্রাপ্তি।’ জয়ের পর স্টোকস বশিরকে আরও বলেন, ‘হাতের এমন অবস্থা নিয়েই ওই উইকেট নেওয়াটা অসাধারণ এক মুহূর্ত ছিল। পুরো সপ্তাহ যেভাবে সে সাহসিকতা দেখিয়েছে, তাতে আমি গর্বিত। অনেকেই এ অবস্থায় বুমরাকে সামলাতে ব্যাট হাতে নামার সাহস দেখাত না। কিন্তু সে শুধু ব্যাটিং নয়, দলের জন্য বোলিং করতেও উঠে দাঁড়িয়েছে।’ বশিরের নিবেদনের কথা স্টোকস বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালেও বলেছেন, ‘ওর বয়স মাত্র ২১ বছর, আঙুলটা খারাপভাবে ভেঙেছে। তবু ও ব্যাটিং করতে নামল। ও কিছুই জিজ্ঞেস করেনি—প্যাড পরে নিয়েছে, আঙুল ব্যান্ডেজ করে নেমে গেছে। আমি যখনই বেঞ্চের দিকে তাকিয়েছি, দেখেছি ওর মুখটা উঁকি দিচ্ছে, যেন বলছে, ‘আমাকে নামাও’। ওই ম্যাচ শেষ করা ছিল যেন ভাগ্যের লিখন।’
বশিরের জায়গায় স্পিনার হিসেবে সুযোগ পেতে পারেন লিয়াম ডসন বা জ্যাক লিচ। ২৩ জুলাই শুরু হচ্ছে সিরিজের চতুর্থ টেস্ট, ওল্ড ট্রাফোর্ডে। ইংল্যান্ড শিগগিরই নতুন স্কোয়াড ঘোষণা করবে। সিরিজে আপাতত ২–১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।