ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: লন্ডনের রাস্তায় জর্জ ফ্লয়েড হত্যার বিচারের দাবিতে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে অংশ নিয়েছে শতাধিক বিক্ষোভকারীরা। করোনা ভাইরাসের সংক্রমণ না কমলেও পুলিশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে শনিবার হাজারো বিক্ষোভকারী জমায়েত হয় সেন্ট্রাল লন্ডনে। তবে এবারই প্রথম একদিনেই শতাধিক আন্দোলনকারীকে গ্রেফতার করে পুলিশ।
ব্রিটেনে চলমান বর্ণবাদ বিরোধী আন্দোলন নতুন দিকে মোড় নিচ্ছে। ব্রিটিশ ঐতিহ্য রক্ষার স্লোগান নিয়ে সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন ডানপন্থী গ্রুপ ও ফুটবল সমর্থক গোষ্ঠী। শনিবার জর্জ ফ্লয়েড হত্যার বিচারের দারিতে সেন্ট্রাল লন্ডনে জড়ো হয় হাজারো মানুষ।
প্রতিবাদ সমাবেশের সব কর্মসূচি বিকেল ৫টার মধ্যে শেষ করার নির্দেশনা থাকলেও তা মানা হয়নি। উল্টো দফায় দফায় পুলিশের সঙ্গে বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়। শান্তি শৃঙ্খলা ভঙ্গ, পুলিশের ওপর হামলাসহ নানা অভিযোগে শতাধিক আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়।
আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়ে সরকারের তরফে জানানো হয়, আইন অমান্যকারী এবং ভাঙচুরের সঙ্গে জড়িতদের অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে। পুলিশের সামনে সহিংসতা কোনোভাবেই সহ্য করা হবে না বলেও সতর্ক করা হয়। এদিন বিক্ষোভের কারণে দুপুর থেকেই ওয়েস্টমিনিস্টারসহ লন্ডনের গুরুত্বপূর্ণ সড়ক ও ট্রেন স্টেশন বন্ধ করে দেয়া হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ।
এদিকে যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাদ বিরোধী বিক্ষোভের মধ্যেই জর্জিয়ায় পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) রাতে আটলান্টা শহরের এ ঘটনা আন্দোলনকারীদের আরও বিক্ষুব্ধ করে তুলেছে। পুলিশ বলছে, তারা ঘটনা তদন্ত করে দেখছে।