২৮ অক্টোবর ২০০৬ সালে আওয়ামী লীগের লগি-বৈঠার তান্ডবের প্রতিবাদে আজ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিরসরাই ও জোরারগঞ্জ থানায় পালিত হয়েছে বিক্ষোভ মিছিল ও পথসভা।
সোমবার ২৮ অক্টোবর বিকেলে উপজেলার মিরসরাই থানা কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে বাস স্টেশন গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।
২০০৬ সালের ২৮ শে অক্টোবর পল্টনে লগি-বৈঠা দিয়ে সাপের মতো পিটিয়ে খুন করা হয় শহীদ হোসাইন মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, শহীদ হাফেজ গোলাম কিবরিয়া শিপন, শহীদ রফিকুল ইসলাম, শহীদ আব্দুল্লাহ আল ফয়সাল, শহীদ মোহাম্মদ শাহজাহান আলী, শহীদ সাইফুল্লাহ মোহাম্মদ মাসুম সহ জামায়াত শিবিরের নেতা কর্মীদের।
ফ্যাসিবাদের শাসন আমলে দিবসটি সারাদেশে প্রকাশ্যে পালনের করতে না পারলেও এবার সাধারণ মানুষের অংশগ্রহণে স্বতঃস্ফূর্ত ভাবে পালিত হয়েছে।
মিরসরাই পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবীর। আরো বক্তব্য রাখেন মিরসরাই পৌরসভা জামায়াতের আমীর মাওলানা শিহাব উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মামুন, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক শফিকুল আলম সিকদার, উপজেলা জামায়াতের বিএম সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল নোমান, উপজেলা শহর শাখার সভাপতি সাকিবুল হাসান প্রমুখ ।
জোরারগঞ্জ থানা জামায়াতের উদ্যোগে বিকালে বারইয়ারহাট কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিল শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন শেষে ট্রাফিক মোড় এসে শেষ হয়।
মিছিল শেষে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুরুল হুদা হামিদী। থানা প্রশিক্ষণ সম্পাদক আনোয়ার হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন থানা বাইতুল মাল সম্পাদক আবদুল গফুর, পেশা জিবি বিভাগের দায়িত্ব শীল মো ফারুক, থানা শ্রমিক কল্যাণ বিভাগের দায়িত্ব শীল আবু তাহের, আদর্শ শিক্ষক বিভাগের দায়িত্ব শীল মাও আরিফুর রহমান, সমাজ কল্যাণ বিভাগের দায়িত্ব শীল জসিম উদ্দিন,বারইয়ার হাট পৌরসভার আমীর প্রফেসর আবদুল হান্নান প্রমুখ
এসময় বক্তারা, ২০০৬ সালে পল্টন ময়দানে আওয়ামী লীগের সন্ত্রাসীদের লগি বৈঠা নিয়ে হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে মানবতাবিরোধী অপরাধে দোষী নিষিদ্ধ ছাত্র লীগ আওয়ামী লীগ সন্ত্রাসীদের ফাঁসির দাবি জানান।
দোষীদের মধ্যে শাস্তির আওতায় আনার জোর দাবী জানান। তারা বলেন, গত ১৫ বছরে আওয়ামী আমলে সারাদেশে অনেক রক্ত ঝরেছে। আমরা হুশিয়ারি উচ্চারণ করে বলতে চাই আবার মাঠ পর্যায়ে আগের মতো নামতে চাইলে এবার কাউকেই ছাড় দেয়া হবে না।
পথসভা শেষে সন্ধায় বারইয়ারহাট জিরো পয়েন্ট এবং মিরসরাই বাস স্টেশনে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে লগি বৈঠার সন্ত্রাসের ডকুমেন্টারি প্রদর্শিত হয়।