২০১৯ সালের মতো এবারও কম্বোডিয়ার মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ আছে ফিফা র্যাঙ্কিংয়ের ১৯২তম স্থানে। ২০১৯ সালে কম্বোডিয়া ১৭২ নম্বরে থাকলেও এবার আছে ১৭৪ নম্বরে। তবে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও ইতিহাস আছে বাংলাদেশের পক্ষেই। দুই দলের আগের চার দেখায় তিনবারই জিতেছে বাংলাদেশ। অন্য ম্যাচটি হয়েছে ড্র।
সেই ইতিহাস মনে করেই কি না নমপেনে কাল সংবাদ সম্মেলনে র্যাঙ্কিংকে খুব একটা পাত্তা দিলেন না বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘আমাদের মতোই আরেকটি দলের সঙ্গে ভালো একটা ম্যাচ খেলতে যাচ্ছি। ওরা তো আমাদের চেয়ে খুব একটা এগিয়ে নেই, তাই আমি বলব ৫০-৫০ একটা ম্যাচ হবে। হ্যাঁ, র্যাঙ্কিংয়ে ওরা এগিয়ে আছে। তবু আমি এটাকে ৫০-৫০ ম্যাচই বলব।’
জামালের আশা সুযোগ নষ্ট করবে না তাঁর দল, ‘সুযোগগুলো কাজে লাগাতে হবে কাল (আজ), গোল করতে হবে। কম্বোডিয়া দলটি বেশ উদ্যমী ও আত্মবিশ্বাসী, আমরা চেষ্টা করব ওদের আত্মবিশ্বাস নষ্ট করতে।’
ম্যাচটি বাংলাদেশের কোচ হিসেবে প্রথম জয়ের সুযোগ হাভিয়ের কাবরেরারও। স্প্যানিশ কোচের অধীন প্রথম ছয় ম্যাচে জয়হীন দলটি কি পারবে কম্বোডিয়ার বিপক্ষে জয়ের হ্যাটট্রিক করতে?
ফিফা র্যাঙ্কিং
বাংলাদেশ ১৯২
কম্বোডিয়া ১৭৪
মুখোমুখি বাংলাদেশ-কম্বোডিয়া
ম্যাচ বাংলাদেশ কম্বোডিয়া ড্র
৪ ৩ ০ ১
গোল: বাংলাদেশ ৫, কম্বোডিয়া ২