রৌমারী (কুড়িগ্রাম) থেকে রুহুল আমিন: যুক্তির যুদ্ধে পরাজিত হয়ে জাদুঘরে যাক বাল্যবিয়ে,এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার রৌমারীতে ইউনিয়ন পর্যায়ে আদালত বিষয়ক বিতর্ক মঞ্চায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে আদালত বিতর্ক মঞ্চায়নে ,বাল্যবিবাহ পতিরোধ,বাল্যবিবাহর শাস্তি ও আইনের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারী২০২২) দুপুরে উপজেলার শৌলমারী ইউনিয়নের বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. আহসান হাবীব এবং নিশীথ কুমার বর্মন ইউ এফ বিবিএফজি প্রকল্প ও যুব সভাপতি মো. মোমতাজুর রহমান বিপ্লব , যুব সদস্য শাকিল আহমেদ।
অপরদিকে গতকাল বুধবার (১২জানুয়ারী ২০২২) দুপুরে উপজেলার বন্দবের ইউনিয়নের টাপুর স্কুল এন্ড কলেজ মাঠে। আরডিআরএস বাংলাদেশ রৌমারী শাখার সহযোগিতায় ও ইউনিয়ন যুব ফোরামের আয়োজনে,আদালত বিতর্ক মঞ্চায়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমসি সভাপতি মো. জালাল উদ্দিন ও সহকারি শিক্ষক মো. মিজানুর রহমান এবং নিশীথ কুমার বর্মন ইউ এফ বিবিএফজি প্রকল্প প্রমুখ।
বাস্থবায়নেঃ বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্প আরডিআরএস বাংলাদেশ। রৌমারী কুড়িগ্রাম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সকল যুব সদস্যগন। এসময় বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।