স্পোর্টস ডেস্ক: ১৩০ রানের পুঁজি নিয়েও আবাহনীর বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। শেষ হাসি অবশ্য হেসেছে আবাহনীই। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিকেলের ম্যাচে ১ উইকেটের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে মুশফিকুর রহিমের দল।
১ বল ও ১ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে আবাহনী। নাজমুল হোসেন শান্ত ৫৮ রান করেন। লিটন দাসের ব্যাট থেকে আসে ২২ রান।
গাজীর পেসার মুকিদুল ইসলাম নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
টস হেরে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ১৩০ রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ। সৌম্য সরকার ৩০, জাকির হাসান ২৭, মুমিনুল হক করেন ২৫ রান।
দারুণ বোলিং করেছেন আবাহনী পেসার মোহাম্মদ সাইফউদ্দিন, ৪ ওভারে ১৮ রান খরচায় তুলে নেন ৪ উইকেট। মেহেদী হাসান রানা ৩টি ও তানজীম হাসান সাকিব নিয়েছেন ২টি করে উইকেট।