স্পোর্টস ডেস্ক, আজনিউজ২৪: ইতালিয়ান সিরিআ’ লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে হার এড়িয়েছে জুভেন্টাস। শনিবার রাতের ম্যাচে তুরিনোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আন্দ্রে পিরলোর শিষ্যরা।
স্তাদে অলিম্পিকোতে ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল জুভেন্টাস। ম্যাচের ১৩তম মিনিটেই জুভেন্টাসকে এগিয়ে দেন ফেদরিকো চিয়েসা। তবে লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ২৭তম মিনিটেই তুরিনোকে সমতায় ফেরান অ্যান্তোনিও সানাব্রিয়া। ১-১ এ সমতা নিয়েই বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল করে তুরিনোকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সানাব্রিয়া। তবে ম্যাচের ৭৯তম মিনিটে গোল করে জুভেন্টাসকে পরাজয়ের হাত থেকে বাচাঁন পতুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
এ ড্রয়ের ফলে ২৮ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে সিরিআ’ লিগের পয়েন্ট তালিকায় চার নম্বরে রয়েছে জুভেন্টাস। সমানসংখ্যক ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইন্টার মিলান।