মঞ্চ প্রস্তুত ছিল, অপেক্ষা ছিল একটি জয় কিংবা ড্রয়ের। এমন সমীকরণে আল-রায়েদের বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়ে আল-ইতিহাদ। ঘুরে দাঁড়াতে সময় নেননি করিম বেনজেমার দল। প্রতিপক্ষে জালে ঠুকে দেন তিন গোল। তাতেই আগেভাগে ইতিহাদের শিরোপা উদযাপন।
সৌদি প্রো লিগে কিং আবদুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে আনুষ্ঠানিকতা সেরেছেন কন্তে-বেনজেমারা। ইতিহাদের এটি প্রো লিগের দশম শিরোপা। এক মৌসুম পরই আবারও চ্যাম্পিয়ন ইতিহাদ। ইউরোপ কাঁপানো ক্রিশ্চিয়ানো রোনালদো এখনও শিরোপা স্বাদ পাননি। তার আগেই প্রো লিগের শিরোপা উদযাপনে মেতেছেন বেনজেমা।
২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেন রোনালদো। এরপর দুটি মৌসুমেই থেকেছেন শিরোপাশূন্য। এবার তারা আরও পেছনে। চার নম্বরে থাকা রোনালদোর দল এশিয়ার পর্যায়ে লড়াই করারও যোগ্যতা হারাতে বসেছে। উল্টো ইউরোপের মতো মধ্যপ্রাচ্যেও দাপট ধরে রেখেছেন বেনজেমা। প্রো লিগে ছিলেন দাপুটে ফর্মে। লিগ শিরোপার স্বাদও পেয়েছেন প্রথমবার।
বৃহস্পতিবার রাতে আল রায়েদ ৩-১ গোলে হেরেছে। এদিন ম্যাচের ৯ মিনিটের মাথায় রায়েদকে এগিয়ে নেন ওমার গনজালেজ। এরপর চড়াও হয় প্রো লিগের শীর্ষ দল। ২১ মিনিটে স্টিভেন বার্গউইজনের গোলে সমতায় ফেরে ইতিহাদ। এরপর পেরেইরা গোল করেন ৪০তম মিনিটে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আব্দুল রহমানের গোলে শিরোপার পথে এগিয়ে যায় দলটি। শেষ পর্যন্ত ম্যাচটি ৩-১ স্কোরলাইনেই শেষ হয়। লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন বেনজেমা। ২৮ ম্যাচ খেলে ২১টি গোল করার পাশাপাশি ফ্রেঞ্চ তারকা ৯টি অ্যাসিস্টও করেছেন।
এই মৌসুমে এখন পর্যন্ত তিনটি ম্যাচ হেরেছে ইতিহাদ। ৩২ ম্যাচে ২৪ জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট ৭৭। দুই ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়েছে শিরোপা। এক ম্যাচ কম খেলে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়ন আল হিলাল। ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে রোনালদোর আল-নাসর।