বাংলাদেশ রেলওয়ের ‘লাগেজ ভ্যান প্রকল্পে’ সরকারি অর্থের অপচয় এবং যাত্রীসেবায় অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট দরপত্র ও কেনাকাটার বিভিন্ন নথিপত্র সংগ্রহ করা হয়। অভিযান চলাকালে দুদকের একটি দল সরেজমিনে কিশোরগঞ্জ এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেস পরিদর্শন করে। দেখা যায়, ট্রেনের প্রতিটি কোচে যাত্রীদের জন্য সাবান, হ্যান্ডওয়াশ, টিস্যু ও এয়ারফ্রেশনার বরাদ্দ থাকলেও বাস্তবে সেগুলো সরবরাহ করা হয়নি। অথচ রেজিস্ট্রারে সবকিছু সরবরাহ ও পরিষ্কারের কাজ সম্পন্ন হয়েছে বলে উল্লেখ রয়েছে।
পরিদর্শন প্রতিবেদনে দুদক বলেছে, কিছু নমুনা ট্রেনে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, এসি কোচে কোনো কোনো সময় সামান্য কিছু সামগ্রী দেওয়া হলেও নন-এসি কোচে কিছুই সরবরাহ করা হয় না। এতে যাত্রীসেবা ব্যাহত হচ্ছে এবং সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে।
দুদক জানিয়েছে, প্রকল্প-সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।