ঋষভ পন্ত মানেই এখন নতুন নতুন রেকর্ড। গতকাল ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে দ্বিতীয় দিনে ইংল্যান্ডের বিপক্ষে ভাঙা পা নিয়ে ব্যাটিংয়ে নেমে যোগ করেছেন ১৭ রান। ৩৭ রানে আগের দিন রিটায়ার্ড হার্ট হওয়া এই ক্রিকেটার আউট হন ৫৪ রানে।
এই ১৭ রান তোলার পথে জফরা আর্চারের বলে একটি ছক্কা মারেন পন্ত। তাতে যৌথভাবে পন্ত এখন টেস্টে ভারতের সর্বোচ্চ ছক্কা মারা ব্যাটসম্যান। তাঁর সমান ৯০টি ছক্কা আছে শুধু বীরেন্দর শেবাগের, তিনি পন্তের চেয়ে ৯৬টি টেস্ট ইনিংস বেশি খেলেছেন।
টেস্টে মাত্র ৮২ ইনিংসে ৯০ ছক্কা মারা পন্ত যে ভারতের সর্বোচ্চ ছক্কার মালিক হবেন, সেটি এখন সময়ের ব্যাপার। ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনিই হয়তো ছোঁবেন টেস্টে ১০০ ছক্কা মারার মাইলফলক। ৯০টি ছক্কার মধ্যে পন্ত ইংল্যান্ডের বিপক্ষেই মেরেছেন ৩৮, টেস্টে কোনো দলের বিপক্ষে যা দ্বিতীয় সর্বোচ্চ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ৩৯টি ছক্কা মারার রেকর্ড আছে বেন স্টোকসের। এই রেকর্ডও হয়তো পন্তেরই হবে। বয়সে যে পন্ত (২৭) স্টোকসের (৩৪) চেয়ে ৭ বছর ছোট।
৯০
টেস্টে পন্তের ছক্কা। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যা যৌথভাবে সর্বোচ্চ।
পন্ত রেকর্ড গড়েছেন আরও। ইংল্যান্ডে টেস্টে পন্তের রানসংখ্যা এখন ১০৩৫। প্রথম বিদেশি উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে কোনো দেশের মাটিতে টেস্টে ১০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন পন্ত। এই তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ রানও তাঁরই—অস্ট্রেলিয়ায় ৮৭৯ রান। চলতি সিরিজে এখন পর্যন্ত পন্ত করেছেন ৪৭৯ রান, যা ইংল্যান্ডে কোনো উইকেটকিপার-ব্যাটসম্যানের টেস্ট সিরিজে সর্বোচ্চ রান। সামগ্রিকভাবে, টেস্ট সিরিজে পন্তের চেয়ে বেশি রান রয়েছে মাত্র পাঁচজন উইকেটকিপার-ব্যাটসম্যানের। এর আগে ইংল্যান্ডে কোনো টেস্ট সিরিজে উইকেটকিপার-ব্যাটসম্যানের সর্বোচ্চ রান ছিল ৪৬৪, যা করেছিলেন ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্ট ১৯৯৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহকও পন্ত। রোহিত শর্মা এই টুর্নামেন্টে ভারতের হয়ে ৪০ ম্যাচে ২৭১৬ রান করেছিলেন। আর পন্ত এখন পর্যন্ত ৩৮ ম্যাচে করেছেন ২৭৩১ রান। তবে এসব সংখ্যা ছাপিয়ে পন্তের চরিত্র প্রকাশ পায় ভাঙা পা নিয়ে ব্যাটিং করতে নামায়। আনুষ্ঠানিকভাবে পুরো সিরিজ থেকে ছিটকে যাওয়া পন্তের ভাঙা পা নিয়ে ব্যাটিং করতে নামা নিয়ে ভারতের অলরাউন্ডার শার্দুল ঠাকুর বলেছেন, ‘আমরা বেশ রোমাঞ্চিত ছিলাম এটা দেখার জন্য যে ও কীভাবে নিজের ইনিংস শুরু করে। আমার মতে, আজ পন্ত যেটা দেখিয়েছে, দলের জন্য যে মানসিকতা দেখিয়েছে, সেটা সত্যিই অনন্য। এ রকম দৃশ্য আমরা আগেও দেখেছি, যেখানে খেলোয়াড়েরা ভাঙা হাড় নিয়েও ব্যাট করেছেন। এমনই একটি মুহূর্ত ছিল, যখন দক্ষিণ আফ্রিকার হয়ে গ্রায়েম স্মিথ ভাঙা হাতে ব্যাট করেছিলেন। এমন সময়গুলোতে খেলোয়াড়ের মানসিক দৃঢ়তাই আসল বিষয়।’ শার্দুল আরও যোগ করেন, ‘পন্তের ইতিবাচক মনোভাব আর মানসিক দৃঢ়তাই তাকে যেকোনো ব্যথা কিংবা কষ্ট থেকে দূরে রাখে বলে আমি বিশ্বাস করি। ওর ব্যথা সহ্য করার ক্ষমতা অনেক বেশি, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। যদি সে সত্যিই ব্যথা অনুভব করে, তাহলে বুঝতে হবে চোটটা সত্যিই গুরুতর, কারণ, এত সহজে তো ওর কিছু অনুভব হওয়ার কথা নয়।’