স্পোর্টস ডেস্ক: কোয়ার্টার নিশ্চিত হয়েছিল আগেই। নকআউটে নামার আগে ছিল নিজেদের ঝাঁলিয়ে নেয়ার সুযোগ। বলিভিয়ার বিপক্ষে বড় জয়ে সেটি ভালোভাবেই সারল আর্জেন্টিনা। সঙ্গে বোনাস, জাতীয় দল জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়ার দিনে জোড়া গোল করেছেন লিওনেল মেসি।
কোপা আমেরিকায় গ্রুপপর্বের শেষ ম্যাচে মঙ্গলবার ভোরে গ্রুপ ‘এ’র লড়াইয়ে বলিভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। মেসির জোড়া গোলের সঙ্গে একটি করে গোল আলেজান্দ্রো গোমেজ ও লৌতারো মার্টিনেজের।
এই গ্রুপ থেকে ৪ ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে সেরা হয়ে শেষ আটে গেছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৭ পয়েন্টে দুইয়ে উরুগুয়ে, ৬ পয়েন্টে তিনে প্যারাগুয়ে, ৫ পয়েন্টে চারে চিলি, সকলে পরের পর্বে গেছে। বিদায় নেয়া বলিভিয়ার নামের পাশে কোনো পয়েন্ট নেই।
আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলা রেকর্ডে হাভিয়ের মাশ্চেরানোকে ছাড়িয়ে গেছেন মেসি। রেকর্ড নিজের করে নিয়ে এখন তার নামের পাশে ১৪৮ ম্যাচ।
বল মাঠে গড়াতে না গড়াতেই বলিভিয়া গোলরক্ষকের গ্লাভসে আটকা পরে আর্জেন্টিনার দুটি আক্রমণ। ষষ্ঠ মিনিটে আর আটকানো যায়নি মেসিদের। মেসির বাতাসে ভাসানো বলেই ভলিতে গোল আনেন আলেজান্দ্রো গোমেজ।
ম্যাচের ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। গোমেজকে নিজ বক্সে ফাউল করেছিল বলিভিয়ানরা। পেনাল্টির বাশি বাঁজিয়েছিলেন রেফারি। মেসি সুযোগ হাতছাড়া করেননি।
একের পর এক আক্রমণ শানিয়ে চলা আর্জেন্টিনাকে ৪২ মিনিটে তৃতীয় গোলটি এনে দেন অধিনায়ক। সার্জিও আগুয়েরোর বাড়ানো বলে জাল খুঁজে নেন মেসি। জাতীয় দল জার্সিতে মহাতারকার ৭৫তম গোল।
মধ্যবিরতির পর ফিরে ৬০ মিনিটে এক গোল শোধ দেয় বলিভিয়া। লিওনেল জাস্টিনিয়ানোর থেকে বল পেয়ে এরউইন সাভেদ্রা গোল করেন।
পাঁচ মিনিট পর আরেকটি গোল আদায় করে আর্জেন্টিনা। ৬৫ মিনিটে লৌতারো মার্টিনেজ জাল খুঁজে নেন।
ম্যাচের বাকি সময়ে আলবিসেলেস্তেদের আরও কয়েকটি আক্রমণে দেয়াল হয়ে দাঁড়ান বলিভিয়ার গোলরক্ষক। মার্টিনেজের প্রচেষ্টা, মেসির ফ্রি-কিক সহ অন্তত একহালি নিশ্চিত গোল প্রতিহত করেন। নির্ধারিত সময়ের শেষে মেসির হ্যাটট্রিকও পূর্ণ হতে দেননি সেই কার্লোস ল্যাম্পে।