নারায়ণগঞ্জের গ্যাস সিলিন্ডার লিকেজ রূপগঞ্জে ইটভাটা কলোনিতে পুড়ল ২০ ঘর সর্বস্বান্ত শ্রমিকরা । এতে ২০ টি টিনের ছাপরা ঘর ও কক্ষে থাকা বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
রোববার (৩০ নভেম্বর) রাত্র সাড়ে দশটা বাজে উপজেলার সাওঘাট এলাকার এস আর বি ইটভাটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাওঘাট এলাকার আব্দুল আজিজ এর মালিকানাধীন এসআরবি ইটভাটায় শ্রমিকদের থাকার কলোনির একটি রুমে সিলিন্ডার গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কলোনির বিশটি টিনের ছাপড়া আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মাহফুজার রহমান জানান,সিলিন্ডার গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই কলোনির ২০ টি কক্ষ ও কক্ষে থাকা বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহতো হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নিরূপণ করা যায়নি।

