আন্তর্জাতিক ডেস্ক,আজনিউজ ২৪ :করোনা ভাইরাস ইস্যুতে মার্কিন ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কজুড়ে রিপাবলিকান প্রার্থী মাইক পেন্সকে ঘায়েল করলেন ডেমোক্র্যাট কমলা হ্যারিস। এ ছাড়া আলোচনায় ছিল ট্রাম্পের ট্যাক্স ইস্যু, জলবায়ু পরিবর্তন এবং কৃষ্ণাঙ্গ হত্যা।
ইউএসএ ট্যুডের সাংবাদিক সুসান পেজ বিতর্ক অনুষ্ঠানটি সঞ্চালন করেন। মাইক পেন্স বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম দিন থেকেই মার্কিনদের স্বাস্থ্যকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছেন।
ট্রাম্পের সিদ্ধান্তের কারণে বেশি মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে দাবি করে তিনি বলেন, এ কোভিড মহামারি নিয়ে কখোনোই মিথ্যা বলেননি মার্কিন প্রেসিডেন্ট। তবে কমলা হ্যারিসের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন প্রশাসনের ইতিহাসে সবচেয়ে বড় ব্যর্থতার পরিচয় দিয়েছেন ট্রাম্প।
করোনাভাইরাস কতটা বিপজ্জনক তা জেনেও তারা এটা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। দেশের বর্তমান পরিস্থিতি, জলবায়ু, ট্যাক্স, বেকারত্ব, স্বাস্থ্য, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন মাইক পেন্স এবং কমলা হ্যারিস।সূত্র : সময় টিভি