আইন ও আদালত ডেস্ক: কিশোর গ্যাংগুলোর দৌরাত্ম্যে ক্রমেই অতিষ্ঠ হয়ে উঠছেন রাজধানীর বিভিন্ন এলাকার জনগণ। দিন-দুপুরে অস্ত্র নিয়ে মহড়া, মাদক কারবার আর খুনের মতো ঘটনায় জড়িয়ে পড়ছে এই কিশোররা। এক এলাকার গ্যাংয়ের সদস্য ভাড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় অন্য এলাকায়। ভয়ে মুখও খুলতে চান না স্থানীয় মানুষ। রাজধানীতে অভিযান চালিয়ে গ্যাং এর ৯ সদস্যকে আটক করেছে র্যাব।
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং ভয়াবহ সন্ত্রাসী কর্মকান্ড প্রতিনিয়ত বেড়েই চলেছে। দিন-দুপুরে প্রকাশ্যে ধারালো অস্ত্র হাতে তাদের মহড়া প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মাদক কারবার, ছিনতাইয়ের মতো ঘটনায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে কিশোররা। এমনকি মানুষ খুনের মতো অপরাধেও জড়িয়ে পড়ছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র হাতে নানা অঙ্গভঙ্গি এবং হুমকি ধমকিও দিচ্ছে গ্রুপগুলো। এদের ভয়ে, আতঙ্কে মুখ খোলেন না অনেকে।
এবার এক ছিনতাই এর ঘটনাকে কেন্দ্র করে অভিযান চালায় র্যাব। রায়ের বাজার সাত মসজিদ এলাকা থেকে আটক করা হয় ৯ জনকে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশি অস্ত্র ও মাদক।
র্যাব জানায়, ভাইরাল গ্যাং নামের এই গ্রুপটিতে রয়েছে ১৫ থেকে ২০ জন। এরা ভাড়ায় রাজধানীর বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, ‘এই গ্রুপের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, টিকটক ইত্যাদি বিভিন্ন স্থানে আমরা তাদের বিভিন্ন ফুটপ্রিন্ট পেয়েছি। বিভিন্ন ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য তারা টিকটক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদান করেছে। পাশাপাশি মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে অংশ নিয়েছে বলে তারা প্রাথমিকভাবে বলেছে। এদের মধ্যে মোহনের নামে মামলা রয়েছে এবং অন্য অন্য কারও নামে আমরা এখনো কোনো মামলা পাইনি।’
র্যাব জানায়, রাজধানীজুড়ে এই গ্যাং নির্মূলে কাজ করছেন তারা।