মিডল অর্ডারে যেকোনো দলের জন্যই বড় সম্পদ ঋষভ পান্তের মতো একজন ব্যাটার। একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন এই উইকেটকিপার ব্যাটার। অথচ, পান্তকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বসিয়ে রেখেছে ভারতের কোচ গৌতম গম্ভীর। খেলানো হচ্ছে লোকেশ রাহুলকে। যা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকেরই। এবার সেই প্রশ্নের উত্তরটা জানতে চাওয়া হয়েছিল সাবেক অধিনায়ক ও বোর্ডপ্রধান সৌরভ গাঙ্গুলির কাছে।
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করার সময় পান্তকে খুব কাছ থেকে দেখেছেন সৌরভ। বরাবরই পান্তকে নিয়ে তিনি বলে এসেছেন, পান্ত ম্যাচ উইনার। যে কোনও দলের সম্পদ। অথচ, তাকেই খেলানো হচ্ছে না। এ ব্যাপারে সৌরভের মন্তব্য কি।
সৌরভ বলেন, ‘ভারত খুব শক্তিশালী দল। বিশেষ করে ব্যাটিংয়ে। দলে যারা আছে, প্রত্যেকে খেলতে পারে। ঋষভ পান্ত ভাল। কে এল রাহুলও ভাল। রাহুলের ওয়ানডে ক্রিকেটে রেকর্ড অসাধারণ। সেই জন্যই গৌতম গম্ভীর হয়তো রাহুলকে খেলাচ্ছে। আসলে দুজনের মধ্যে সামান্যই তফাত। খুব কঠিন একজনকে বেছে নেওয়া।’
ভারতীয় দলের কোচ হলে কাকে একাদশে খেলাতেন? এমন প্রশ্নে সৌরভ বলেন, ‘যে কোচ রেখেছে সেই থাক না। আমি কোচও নই, আমি ভাবিও না। আমি খেলা দেখি। গৌতম গম্ভীর যাকে ঠিক মনে করেছে তাকেই খেলাচ্ছে। দুজনই সমান ভাল।’
সৌরভ এরপর যোগ করেন, ‘রাহুল ও পান্ত ছাড়াও সঞ্জু স্যামসন রয়েছে। অভিষেক শর্মা রয়েছে। সূর্যকুমার যাদব রয়েছে। ভারতে প্রচুর প্রতিভা। যাকেই নেওয়া হবে, সেই পারফর্ম করবে। সদ্য টি-২০ সিরিজে বিরাট, রোহিত, শুভমনকে ছাড়াও ইংল্যান্ডকে ৪-১ হারিয়েছে ভারত। টি-২০ সিরিজে ৩-০ জিতেছে। সাদা বলের ক্রিকেটে ভারতে প্রচুর প্রতিভা। প্রত্যেকে খেলতে পারে। বাঁহাতি অভিষেক শর্মা যেভাবে খেলেছে, তাতে ওর ওয়ানডে না খেলার কোনও কারণ নেই। নির্বাচকেরা যাকে দলে নেবে, সেই ভাল খেলবে।’