ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক এবং রুশ বিরোধী নেতা আলেক্সাই নাভালনিকে বিষ প্রয়োগের ঘটনায় মস্কোর ভূমিকা নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন নিম্নকক্ষ প্রতিনিধি পরিষধের একটি প্যানেল এ বিষয়ে মঙ্গলবার (৮ আগস্ট) জানিয়েছে, রাশিয়ার নেতা নাভালনিকে বিষ দেয়া প্রমাণিত হওয়ায় যুক্তরাষ্ট্র খুবই উদ্বিগ্ন। তাকে বিষাক্ত রাসায়নিক নার্ভ এজেন্ট প্রয়োগ করে হত্যা চেষ্টা করা হয় জানিয়ে এক চিঠিতে উদ্বেগ জানান কংগ্রেসের সদস্য মিশেল ম্যাককুলসহ আরও কয়েকজন।
ওই চিঠিতে তারা আরও বলেন, যদি রাশিয়া সরকার আবারও নিজ দেশের নাগরিকের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে অটল থাকে, তবে মস্কোর উপরে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ উচিত মনে করেন মার্কিন আইনপ্রণেতারা।
বিষ দেয়া প্রসঙ্গে তারা বলেন, এই হামলায় সঙ্গে যারা জড়িত সেই অপরাধীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবশ্যই জেনে রাখা উচিত যে, তার দেশ বারবার এই জঘন্য অপরাধের দায় থেকে মুক্তি পেতে পারে না। এটি আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করা হচ্ছে বলেও জানান তারা।
পুতিনের সমালোচকে বিষ প্রয়োগে স্বচ্ছ এবং স্বাধীন তদন্তের জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন এই মার্কিন আইনপ্রণেতারা।
গত মাসে বিমানে করে সাইবেরিয়ার টমস্ক থেকে মস্কো ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন আলেক্সাই নাভালনি। পরে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য তাকে জার্মানির বার্লিনে নেয়া হয়। অবস্থার অবনতি হলে একপর্যায়ে গভীর কোমায় চলে যান এই রুশ নেতা। অনুসন্ধানে তার শরীরে নার্ভ এজেন্টের প্রমাণ পায় জার্মান চিকিৎসক। পরে এ নিয়ে নড়েচড়ে বসে বিশ্বের বিভিন্ন দেশে। তবে এখন নাভালনির স্বাস্থ্য কিছুটা উন্নতি হয়েছে।
তাকে বিষ দেয়ায় রাশিয়ার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে, এ বিষয়ে ন্যাটোর সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল।