ইন্টারন্যাশনাল ডেস্ক: ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী শ্রী মুলানি ইন্দ্রবতী আশঙ্কা প্রকাশ করেছেন, রাশিয়ার তেলের দামে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সীমা বৈশ্বিক জ্বালানি সংকটকে আরও বাড়িয়ে তুলতে পারে। কারণ, বিশ্বব্যাপী উদ্ভূত সরবরাহ সমস্যা সমাধানে তা সহায়তা করবে না।
গতকাল শুক্রবার (১৫ জুলাই) মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনবিসিকে দেয়া এক সাক্ষাতকারে এসব আশঙ্কার কথা জানান তিনি।
কর্মকর্তাদের বরাত দিয়ে রুশ রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক আরটির প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে সরবরাহ কমায় জ্বালানি পণ্যের মূল্য বেড়েছে। মূলত রাশিয়া ইউক্রেনে হামলা চালানোয় এ অবস্থার সৃষ্টি হয়েছে। পরিপ্রেক্ষিতে রুশ জ্বালানি খাতে ক্রমাগত পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে।
বালিতে জি২০ সম্মেলনে অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকে মুলানি ইন্দ্রবতী বলেন, রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দিলেই সমস্যার সুরাহা হবে না। কারণ, এখন চাহিদার তুলনায় সরবরাহ অপ্রতুল।
ইতোমধ্যে ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই আগামী মাসগুলোতে ওই অঞ্চলে জ্বালানির চাহিদা বাড়বে।
বর্তমানে এশিয়া সফর করছেন যুক্তরাষ্ট্রের ইউএস ট্রেজারি সেক্রেটারি জানেত ইয়েলেন। এ সফরে রুশ তেলের নির্দিষ্ট দাম নির্ধারণে অঞ্চলটির দেশগুলোর সমর্থন চাইছেন তিনি। ঠিক সেসময়েই এমন আশঙ্কার কথা জানালেন ইন্দোনেশিয়ান অর্থমন্ত্রী।