তালেবান ২০২১ সালে আবার আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর এই প্রথম দেশ হিসেবে রাশিয়া তাদের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। এর মধ্য দিয়ে রাশিয়া বহু বছরের নীরব যোগাযোগকে এক নতুন মাত্রা দিয়েছে। পাশাপাশি তালেবানের প্রথম শাসনামলের তিক্ত সম্পর্ক নাটকীয় মোড় নিয়েছে।
চার বছর আগে ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনির সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে তালেবান। এর পর থেকে ঐতিহাসিকভাবে তালেবানকে শত্রু হিসেবে বিবেচনা করা বেশ কিছু দেশ তালেবানের সঙ্গে যোগাযোগ শুরু করে। তবে রাশিয়া ছাড়া গত বৃহস্পতিবার পর্যন্ত অন্য কোনো দেশ আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।
বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার পদক্ষেপ অনুসরণ করে অন্যান্য দেশও তালেবানের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক শুরু করার পথ প্রশস্ত করতে পারে।