স্পোর্টস ডেস্ক, আজনিউজ২৪: শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের একাদশে ডানহাতি তরুণ ওপেনার সাইফ হাসান রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন। দলের নিয়মিত ওপেনার সাদমান ইসলাম স্কোয়াডে থাকলেও তার জায়গায় সাইফকে নামানো হয়।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে বুধবার (২১ এপ্রিল) সকালে টস জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ দল। ইনিংসের দ্বিতীয় ওভারে শূন্য রানে আউট হয়ে গেছেন সাইফ হাসান।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহীম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি ও এবাদত হোসেন চৌধুরী।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমানে, ওসাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, সুরাঙ্গা লাকমাল, ওয়ানিদু হাসারাঙ্গা, বিশ্ব ফার্নান্দো ও লাহিরু কুমারা।
সূত্র: সময় টিভি