ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাখা রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন। তার সামনে দাঁড়িয়ে রাজপরিবারের সদস্যরা গাইছেন জাতীয় সংগীত ‘গড সেভ দ্য কিং’। কিন্তু সেই গানে গলা মেলাতে দেখা গেল না যুবরাজ হ্যারিকে! এমন অভিযোগ ঘিরেই নতুন বিতর্ক দানা বাঁধল ব্রিটেনের রাজপরিবারে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রানিকে চিরবিদায় জানাতে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে জড়ো হয়েছিলেন একাধিক দেশের রাষ্ট্রনেতা। দুই হাজারেরও বেশি শোকার্ত অতিথির ভিড় চোখে পড়েছে। তবে আলাদা করে নজর কেড়েছেন হ্যারি।
একটি ভিডিওতে দেখা গেছে, ‘গড সেভ দ্য কিং’ যখন গাওয়া হচ্ছে, তখন চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন হ্যারি। তাহলে কি তিনি সেই সময় জাতীয় সংগীতে গলা মেলাননি? এ নিয়ে দ্বিমত তৈরি হয়েছে। কেউ কেউ বলেছেন, হ্যারি গলা মিলিয়েছেন। আবার কারো দাবি, হ্যারি সেই সময় জাতীয় সংগীত গাননি। এ নিয়ে জোর তর্ক-বিতর্ক শুরু হয়েছে নেটমাধ্যমে।