মুক্তমঞ্চ ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য বিতরণসহ নানা পদক্ষেপ নিতে ত্রাণ মন্ত্রণালয়, প্রশাসন, খাদ্য বিভাগকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন সংগঠন এবং সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতারাও এগিয়ে এসেছেন তাদের সহযোগিতায়। আর এরই ধারাবাহিকতায় এবার এগিয়ে এসেছেন বাংলাদেশ যুবলীগের নেতা-কর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীর ঘোষণার সাথে একাত্মতা প্রকাশ করে এগিয়ে যাচ্ছে ছিন্নমূল মানুষের মাঝে খাবার পৌঁছে দিতে।
যেসব এলাকায় মধ্যবর্তী পরিবারের লোকজন যারা মুখ খুলে বলতে পারে না সাহায্যের কথা,তাদের জন্য এগিয়ে এসেছে ঢাকার বিভিন্ন ওয়ার্ডের যুবলীগ নেতারা। সম্প্রতি বাংলাদেশ যুবলীগের রাজধানীর তেজগাঁও ২৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক তরুণ সাদ্দাম ইয়াসিন নিজস্ব উদ্যোগে প্রায় ৪০০ ব্যাগ চাল-ডাল-তেল-আলুসহ হ্যান্ড স্যানিটাইজার তুলে দিলেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজনকে। সেই সাথে এখনো অব্যাহত রেখেছেন যারা মুখ খুলে সাহায্য চাইতে পারে না,তাদের জন্য তেজগাঁও ২৫ নং ওয়ার্ডের এই সাহসী নেতা নিরলসভাবে তার নিজ হাতে এসব খাবার সামগ্রি তুলে দিচ্ছেন ঘরবন্ধী মানুষদেরকে।
আগেই ঘোষণা ছিল, বাড়ি থাকুন, আপনার ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে। সে ঘোষণা মতোই রাতের অন্ধকারে দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবার খুঁজে বের করে তাদের খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন তরুণ সাদ্দাম ইয়াসিন।
যুবলীগ নেতা তরুণ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রকৃত দুস্থ ও অসহায় পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিতেই এ পদ্ধতি গ্রহণ করেছি। রাত জেগে এমনটা করছি এতে কষ্ট হলেও তৃপ্ত এখানেই যে, এই ত্রাণ যাদের পাওয়ার অধিকার, তাদের হাতেই তুলে দিতে পারছি।
তিনি আরও বলেন, যাদের ঘরে সাহায্য পৌঁছেনি এবং যারা মুখ ফুটে বলতে পারছেন না এমন অনেকেই আমার পেইজে যোগাযোগ করছেন। প্রতি দিনের কর্মসূচির ধারাবাহিকতায় বন্ধু সাদ্দাম ইয়াসিন তরুণ সহ বাইকে করে খিলগাঁও এলাকায় ২ টি পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করা হয়। তরুণ বলেন, এখনো এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্।
যত দুর্যোগ ই আসুক না কেন এদেশের মানুষ না খেয়ে মরবে না। দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ছায়াতলে, আমরা গরীব দুঃখী মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যেতে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে তেজগাঁও ২৫ নং ওয়ার্ডের এই যুবলীগ নেতা।