ইন্টারন্যাশনাল ডেস্ক: রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর উত্তরাধিকারী হিসেবে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ব্রিটেনের সিংহাসনের অধিকারী হয়েছেন চার্লস। ৭৩ বছর বয়সী চার্লস এখন ৫৬টি স্বাধীন রাষ্ট্রের জোট কমনওয়েলথের প্রধান। শাসনভার বুঝে নিতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যেতে হবে সাবেক প্রিন্স অব ওয়েলসকে। চার্লসকে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের রাজা ঘোষণা করা হবে লন্ডনের সেন্ট জেমস প্যালেস থেকে।
চার্লসের পুরো নাম চার্লস ফিলিপ আর্থার জর্জ। তবে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী পরিচিত পেতে চান রাজা তৃতীয় চার্লস নামে। পদবীতে পরিবর্তন আসবে পরের দাবিদারদেরও। রাজা বা রানির স্ত্রী অথবা স্বামীর ক্ষেত্রে কনসর্ট শব্দ ব্যবহার হওয়ায় চার্লসের স্ত্রীর নতুন পদবী কুইন কনসর্ট।
দায়িত্ব নিয়ে তাকে নিতে হবে চার্চ অব স্কটল্যান্ড সংরক্ষণের শপথ। এরপর বাদক দলের আনুষ্ঠানিকতা শেষে জারি হবে ঘোষণাপত্র; যা গান স্যালুটের মধ্য দিয়ে পড়ে শোনানো হবে যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায়।
রাজা হিসেবে দায়িত্ব নেয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ অভিষেক অনুষ্ঠান। ৯০০ বছরের রীতি মেনে যা সম্পন্ন হবে প্রথম রাজা উইলিয়াম দ্য কনকোয়ারারের অভিষেকস্থল ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে। আনুষ্ঠানিকতার চূড়ান্ত পর্বে চার্লস ফিলিপ মাথায় পড়বেন সেন্ট অ্যাডওয়ার্ড মুকুট। হাতে নেবেন রাজদণ্ড।