হেল্থ ডেস্ক: কোভিড-১৯ করোনা সংক্রমণে রাজশাহী মেডিকেলে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গে আটজন মারা গেছেন। এনিয়ে রাজশাহী মেডিকেল, কুষ্টিয়া ও খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনা উপসর্গে মারা গেছেন ৩১ জন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর ৭, নাটোরের ৩, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও পাবনার ১ জন। গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৬১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২১৫ জন ও উপসর্গ নিয়ে ২৬৩ জন ভর্তি রয়েছেন।
এদিকে, করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে একদিনে মৃত্যু হয়েছে ৭ জনের। হাসপাতালটিতে রয়েছে অক্সিজেনের সংকট। এছাড়া শুধু খুলনায় ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১জন।
সূত্র: চ্যানেল টোয়েন্টি ফোর