রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচার উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এই প্রচার চলে। এই নির্বাচন ঘিরে ক্যাম্পাস ও আশপাশের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশনও তাদের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে।
গতকাল প্রচারের শেষ দিনে সকালেই প্রার্থীরা ছুটে গেছেন ভোটারদের কাছে। এ সময় তাঁদের অনেক সমর্থকও প্রচারে অংশ নেন। প্রার্থীরা উৎসবের আমেজের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে আশাবাদী বলে জানিয়েছেন। কয়েক দফায় তারিখ বদলের পর অবশেষে নির্বাচন হতে যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যেও রয়েছে উচ্ছ্বাস।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘প্রার্থী ও ভোটারদের মধ্যে যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, এ জন্য আমরা খুবই আনন্দিত। নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। এখন আমরা শুভক্ষণের (আগামীকাল বৃহস্পতিবার) জন্য অপেক্ষা করছি।’