রাজশাহী ও মুন্সীগঞ্জ প্রতিনিধি, এইউজেডনিউজ২৪: রাজশাহীর পুঠিয়ায় ও মুন্সীগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ২ জন। এতে আহত হয়েছেন আরো চার জন। শনিবার (২২ আগস্ট) এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
রাজশাহীর পুঠিয়ায় ট্রাক ও লেগুনার সংঘর্ষে একযাত্রী মারা গেছেন। এ ঘটনায় আরো চার জন যাত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের সেনভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই যাত্রীর নাম সদানন্দ ঘোষ (৪৫)। তিনি চারঘাট উপজেলার শলুয়া এলাকার যগেন্দ্রনাথ ঘোষের ছেলে। ব্যবসার কাজে তিনি লেগুনায় করে নাটোরে যাচ্ছিলেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন পবা হাইওয়ে পুলিশ শিবপুর ফাঁড়ির ইন্সপেক্টর লুৎফর রহমান। হাইওয়ে পুলিশ জানায়, সেনভাগ এলাকায় নাটোর থেকে রাজশাহীগামী ট্রাকের (ঢাকা মেট্রো ট- ১৩-০৫৯৩) সঙ্গে বিপরীতগামী যাত্রীবাহী লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনার একযাত্রী মারা যান। মরদেহ ফাঁড়িতে আনা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ শিবপুর ফাঁড়ির ইন্সপেক্টর লুৎফর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে চলন্ত অবস্থায় ট্রাকটির চাকা বিকল হয়ে যায়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনার সঙ্গে সংঘর্ষ হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে, এ ব্যাপারে দুর্ঘটনাজনিত মামলা হবে বলেও জানান তিনি।
এদিকে, মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাতে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা নামক স্থানে প্রাইভেটকার চাপায় অনিক শেখ (২৩) নামে এক যুবক মারা গেছেন।
শুক্রবার রাতে দিকে এ দুর্ঘটনা ঘটে। অনিক শেখ উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়ই হাজী গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় চালক এবং প্রাইভেটকারটি আটক করেছে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ।
অনিক শেখের চাচাতো ভাই মো.লোকমান হোসেন জানান, রাত ৯ টার দিকে দিকে ঢাকাগামী একটি প্রাইভেটকার অনিককে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। অনিক নিমতলা সিঙ্গার কোম্পানিতে চাকরি করতেন। ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আ. বাসেদ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, চালক এবং প্রাইভেটকারটি আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।