রাজশাহী প্রতিনিধি, এইউজেডনিউজ২৪: রাজশাহীর একটি কুরিয়ার সার্ভিস থেকে প্রায় ৫২ কেজি গাঁজাসহ ছয় জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
সোমবার (৩১ আগস্ট) সকালে র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার এটিএম মাইনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নগরীর বোয়ালিয়া থানা সংলগ্ন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অভিযান চালায় তারা। এ সময় কুমিল্লা থেকে আসা একটি পার্সেলের আসবাবপত্রের ভেতর থেকে ৫১ কেজি ৯০০ গ্রাম গাঁজা জব্দ করে র্যাব সদস্যরা।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান র্যাবের এ কর্মকর্তা। তিনি বলেন, প্রথমে দুজনকে আটক করে র্যাব সদস্যরা। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও চার জনকে আটক করা হয়। চালানটি কুমিল্লা সিটি মেয়রের নামে পাঠানো হয়েছে রাজশাহীতে।
জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব। আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। সূত্র : ইউএনবি